Protiva Prokash About

মানসম্মত ও নির্ভুল গ্রন্থপ্রকাশ সবসময় স্বপ্ন ছিল। সেই স্বপ্ন বুকে ধারন করে ‘তারুণ্যের প্রেরণায় ঐতিহ্যের চেতনায়’ এই শ্লোগানকে সামনে নিয়ে ২০০৯ থেকে বাণিজ্যিকভাবে প্রতিভা প্রকাশ প্রকাশনায় নিয়মিত কাজ করে যাচ্ছে। সূচনালগ্ন থেকে প্রমিত বানান রীতিতে মানসম্মত বই করার প্রয়াস চালিয়ে যাচ্ছে।
সময়ের ধারাবাহিকতায় খ্যাতিমান ও প্রতিশ্রুতিশীল লেখকদের ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, নাটক, থ্রিলার, প্রবন্ধ, মুক্তিযুদ্ধ, ইতিহাস, সায়েন্স ফিকশন, শিশুসাহিত্য ইত্যাদি বিভিন্ন বিষয়ের চার শতাধিক বই প্রকাশ করেছে। বাংলাদেশ ছাড়াও প্রবাসী বাঙালিদের বইও প্রকাশিত হয়েছে এ প্রতিষ্ঠান থেকে।
২০০৯ থেকে নিয়মিতভাবে অমর একুশে গ্রন্থমেলায় অংশগ্রহণ করছে। এছাড়াও বিভাগীয় ও জেলাভিত্তিক বইমেলা, স্কুলমেলা, কলকাতা বইমেলায় প্রতিভা প্রকাশ অংশগ্রহণ করে থাকে। শুধু তাই নয় সারা বছরই কলকাতায় ক্রান্তিক নামক স্টলে প্রতিভা প্রকাশ এর বই পাওয়া যায়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় গ্রন্থকেন্দ্র ও গণগ্রন্থাগার অধিদপ্তর এর বইকেনা প্রকল্পে ২০০৯ থেকে নিয়মিত ভাবে প্রতিভা প্রকাশের বই নির্বাচিত হয়ে আসছে। এছাড়াও ব্র্যাক, আশা, কারিতাশ, কেয়ার বাংলাদেশ, প্ল­ান বাংলাদেশ, ফ্রেন্ডশিপসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিভা প্রকাশের বই তাদের পরিচালিত স্কুল পাঠাগারের জন্য নির্বাচিত করেছে। আড়ং এর সারাদেশের শোরুমে প্রতিভা প্রকাশের বই পাওয়া যায়। এ ছাড়াও অনলাইন বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বই বিক্রি করা হয়।

মানসম্মত ও নির্ভুল গ্রন্থপ্রকাশ সবসময় স্বপ্ন ছিল। সেই স্বপ্ন বুকে ধারন করে ‘তারুণ্যের প্রেরণায় ঐতিহ্যের চেতনায়’ এই শ্লোগানকে সামনে নিয়ে ২০০৯ থেকে বাণিজ্যিকভাবে প্রতিভা প্রকাশ প্রকাশনায় নিয়মিত কাজ করে যাচ্ছে। সূচনালগ্ন থেকে প্রমিত বানান রীতিতে মানসম্মত বই করার প্রয়াস চালিয়ে যাচ্ছে।
সময়ের ধারাবাহিকতায় খ্যাতিমান ও প্রতিশ্রুতিশীল লেখকদের ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, নাটক, থ্রিলার, প্রবন্ধ, মুক্তিযুদ্ধ, ইতিহাস, সায়েন্স ফিকশন, শিশুসাহিত্য ইত্যাদি বিভিন্ন বিষয়ের চার শতাধিক বই প্রকাশ করেছে। বাংলাদেশ ছাড়াও প্রবাসী বাঙালিদের বইও প্রকাশিত হয়েছে এ প্রতিষ্ঠান থেকে।
২০০৯ থেকে নিয়মিতভাবে অমর একুশে গ্রন্থমেলায় অংশগ্রহণ করছে। এছাড়াও বিভাগীয় ও জেলাভিত্তিক বইমেলা, স্কুলমেলা, কলকাতা বইমেলায় প্রতিভা প্রকাশ অংশগ্রহণ করে থাকে। শুধু তাই নয় সারা বছরই কলকাতায় ক্রান্তিক নামক স্টলে প্রতিভা প্রকাশ এর বই পাওয়া যায়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় গ্রন্থকেন্দ্র ও গণগ্রন্থাগার অধিদপ্তর এর বইকেনা প্রকল্পে ২০০৯ থেকে নিয়মিত ভাবে প্রতিভা প্রকাশের বই নির্বাচিত হয়ে আসছে। এছাড়াও ব্র্যাক, আশা, কারিতাশ, কেয়ার বাংলাদেশ, প্ল­ান বাংলাদেশ, ফ্রেন্ডশিপসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিভা প্রকাশের বই তাদের পরিচালিত স্কুল পাঠাগারের জন্য নির্বাচিত করেছে। আড়ং এর সারাদেশের শোরুমে প্রতিভা প্রকাশের বই পাওয়া যায়। এ ছাড়াও অনলাইন বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বই বিক্রি করা হয়।

Leading Publishers in Bangladesh

Download Mobile App

ABOUT PUBLISHERS.COM.BD

publishers.com.bd is a national repository & archive of pubishers, authors & books. Every major publisher in Bangladesh has a complete Portfolio on publishers.com.bd featuring their published books, authors and events. Publishers E-Platform has been Developed and Hosted By Alpha Net. Leading Web Hosting & Domain Registration Company in Bangladesh.

Stay Informed of News & Events