Mowla Brothers

Mowla Brothers

মাওলা ব্রাদার্স

Mowla Brothers About

মাওলা ব্রাদার্স দ‌ীর্ঘদিনের ‌একট‌ি ঐত‌িহ্যবাহ‌ী পুস্তক প্রকাশনা প্রতিষ্ঠান। ১৯৫৪ সা‌লে মাওলা ব্রাদার্স প্রতিষ্ঠিত হয়। প্র‌তিষ্ঠাকালীন সম‌য়ে মাওলা ব্রাদার্স - এর প্রকাশনা ছিল মূলত : শিক্ষামূলক পুস্তক প্রকাশনা। ১৯৬১ সা‌লে আবদুস শাকুরের "ক্ষীয়মান", এবং পরবর্তীতে সৈয়দ শামসুল হকের 'রক্তগোলাপ' 'অনুপম দিন' 'সীমানা ছা‌ড়ি‌য়ে' এছাড়া আরও খ্যা‌তিমান লেখকের বই প্রকাশ ক‌রে মাওলা ব্রাদার্সের যাত্রা শুরু হয়। মাওলা ব্রাদা‌র্সের প্রকা‌শিত বই দ‌ে‌শি - বি‌দেশি পুরস্কার পে‌য়ে আস‌ছে। ফি‌লিপস সা‌হিত্য পুরস্কার, লেখক শি‌বির পুরস্কার, আলাওল সা‌হিত্য পুরস্কার, প্রথম আ‌লো বর্ষসেরা পুরুস্কার , আজ‌কের কাগজ (জেমকন )পুরস্কার, অগ্রনী ব্যাংক শিশুসা‌হিত্য পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, শিশু একাড‌ে‌মি পুরস্কার, আনন্দ পুরস্কার, সুরমা পুরস্কার, অমিয়ভূষন পুরস্কার, ব্র্যাক-সমকাল সা‌হিত্য পুরস্কার। ২০১২ সালে প্যা‌রি‌সে অনুষ্ঠিত 'গুরম্যান্ড অ্যাওয়ার্ড আন্তর্জা‌তিক কুকবুক' প্র‌তি‌যো‌গিতায় রান্না খাদ্য পু‌ষ্টি বই‌টি বেস্ট অফ দা ওয়ার্ল্ড পুরস্কার লাভ ক‌রে। এছাড়াও মাওলা ব্রাদার্স বাংলা একাডেমি ও জা‌তীয় গ্রন্থ‌কেন্দ্র পুরস্কার একা‌ধিকবার লাভ ক‌রে। সাত দশ‌কে পদাপর্ন করা ঐতিহ্যবাহী প্রকাশনা প্র‌তিষ্ঠান মাওলা ব্রাদার্স - এর ই‌তিহাস, বাংলা‌দেশের প্রকাশনা শিল্পের ই‌তিহাসের সা‌থে অঙ্গাঅঙ্গিভা‌বে জ‌ড়িত।...

Leading Publishers in Bangladesh