Chayan Prokashon About

দেশ জাতি পতাকার কল্যাণে ২০০২ সালে চয়ন প্রকাশন এর যাত্রা শুরু। ২০০৪ সাল থেকে নিয়মিত অমর একুশে বইমেলায় গল্প উপন্যাস শিশুতোষ ভ্রমণ কাহিনীর পসরা নিয়ে অংশগ্রহণ। সাহিত্য চর্চার পাশাপাশি বই বিক্রির একটি অংশ দিয়ে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের দিকে হাত বাড়িয়েছি আমরা। তার ই ধারাবাহিকতায় চলছে প্রি প্রাইমারী স্কুল, সেলাই প্রশিক্ষণ কেন্দ্র, ফ্রি ক্লিনিক আর মূল্যবান গ্রন্থ সমৃদ্ধ একটি পাঠাগার। সেই সাথে নিয়মিত ঈদ বস্ত্র, শীত বস্ত্র ও স্কুল ড্রেস দেয়া হচ্ছে। চলছে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, নারীদের আত্মনির্ভরশীল করতে কল্যাণমুখী কার্যক্রম। চয়ন প্রকাশন বিশ্বাস করে সদিচ্ছা থাকলে অনেক বড় স্বপ্ন পরিকল্পিত ভাবে বাস্তবায়ন সম্ভব। যার ফলশ্রুতিতে সময়ের সুবাতাসে ইস্পাত কঠিন ইচ্ছায় দিন রাত্রির খসড়া প্রণয়নে আমরা একবিংশ শতাব্দীর আলোর পথযাত্রি

Leading Publishers in Bangladesh