Anindhoy Proksh About

বাংলা প্রকাশনায় সৃষ্টিশীল উৎকর্ষ—এই অঙ্গিকার নিয়ে সৃজনশীল প্রকাশনার জগতে অনিন্দ্য প্রকাশ-এর যাত্রা শুরু ২০০৪ সালে। প্রতিষ্ঠানটি সুস্থ সংস্কৃতি চর্চা ও বিকাশের লক্ষ্যে সৃজনশীল ও মননশীল সাহিত্য প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ। বিষয়বৈচিত্র্যে সমৃদ্ধ এবং প্রখ্যাত প্রথিতযশা এবং প্রতিশ্রুতিশীল লেখকদের এক অপূর্ব সমাহারে ঋদ্ধ এই প্রতিষ্ঠান।

যেসব বিষয়ের বই প্রকাশিত হয়, মুক্তিযুদ্ধ, রাজনীতি, গবেষণা, প্রবন্ধ, রচনাসমগ্র, রেফারেন্স, কলাম, ইতিহাস, স্মৃতিচারণ, গল্প, উপন্যাস, কবিতা, নাটক, শিশুসাহিত্য, ভ্রমণ, জীবনী, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, জ্ঞান-বিজ্ঞান, ছড়া, চলচ্চিত্র, কৃষি, লোকসাহিত্য, সায়েন্সফিকশন, অনুবাদ, রান্নাবান্না, ধর্ম ও দর্শন এবং বিবিধ। প্রকাশিত বইয়ের সংখ্যা ৫৫৫টি।

বাংলা প্রকাশনায় সৃষ্টিশীল উৎকর্ষ—এই অঙ্গিকার নিয়ে সৃজনশীল প্রকাশনার জগতে অনিন্দ্য প্রকাশ-এর যাত্রা শুরু ২০০৪ সালে। প্রতিষ্ঠানটি সুস্থ সংস্কৃতি চর্চা ও বিকাশের লক্ষ্যে সৃজনশীল ও মননশীল সাহিত্য প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ।

Leading Publishers in Bangladesh